Latest News

0
কোয়েল। ফার্ম বিডিঃ

কোয়েলের স্বাস্থ্য রক্ষাঃ
কুতরের মতো
কোয়েলেরও তেমন কোন রোগ ব্যাধি
নেই বললেই চলে। তবে মাঝে মাঝে
কোয়েলকে রোগক্রান্ত হতে ধেখা
যায়। কোয়েল রোগাক্রান্ত হলে
সাথে সাথে ডাক্তারের পরামর্শ গ্রহণ
করতে হবে।
কোন কোয়েল অসুস্থ হলে সাথে সাথে
তাকে সুস্থ কোয়েলের খাঁচা থেকে
সরিয়ে নিতে হবে। অসুস্থ্য কোয়েলের
সংস্পর্শে থাকলে বাকি সুস্থ
কোয়েলও আক্রান্ত হতে পারে।
খাঁচায় কোন কোয়েল মারা গেলে
সাথে সাথে তার কারণ অসুসন্ধান
করতে হবে। মরা কোয়েল পুড়িয়ে বা
পুতে পেলতে হবে।
কোয়েলের বিভিন্ন রোগ ব্যাধির
মধ্যে আমাশয় উল্লেখ্যযোগ্য। এই রোগ
হলে কোয়েলের ঘন ঘন পায়খানা হয়,
খাবার গ্রহনে অনীহা দেখা দেয়
পাশাপাশি কোয়েলের স্বাস্থ্য
খারাপ হতে থাকে। এই অবস্থায়
ডাক্তারের পরামর্শ অনুযায়ী এম্বাজিন
জাতীয় ঔষধ খাওয়ানো যেতে পারে।
তবে সবচেয়ে বড়ো কথা, সুষ্ঠুভাবে
কোয়েল পালন করতে হলে তাদের
থাকার জায়গা বা বাসস্থান, খাবার
জায়গা ইত্যাদি স্থানগুলো শুকনা এবং
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
পর্যাপ্তআরৌ বাতাসের ব্যবস্থা
থাকতে হবে। সেই সাথে প্রয়োজনীয়
সুষমত খাদ্যের সরবরাহ রাখতে হবে।
তবেই কোয়েল পালন করে তার মাংস ও
ডিম উৎপাদনে সঠিক ভূমিকা রাখা
সম্ভব হবে।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top