Latest News

0

খাবার পাত্রঃ
বাচ্চা অবস্থায় ফ্লাট
ট্রে বা ছোট খাবার পাত্র দিতে হবে
যেন খাবার খেতে কোনো রকম
অসুবিধা না হয়। স্বাভাবিকভাবে
প্রতি ২৮টি বাচ্চার জন্য একটি খাবার
পাত্র (যার দৈর্ঘ্য ৫০৩ সেমি, প্রস্থ ৮
সেমি এবং উচ্চতা ৩ সেমি) এবং
প্রতি ৩৪ টি বয়স্ক কোয়েলের জন্য একটি
খাবার পাত্র (যার দৈর্ঘ্য ৫৭ সেমি
প্রস্থ ১০ সেমি এবং উচ্চতা ৪ সেমি)
ব্যবহার করা যেতে পারে। দিনে
দুইবার বিশেষ করে সকালে এবং
বিকালে খাবার পাত্র ভাল করে
পরিষ্কার করে মাথা পিছু দৈনিক
২০-২৫ গ্রাম খাবার দিতে হবে।
উল্লেখ্য প্রথম সপ্তাহ থেকে ৫ গ্রাম
দিয়ে শুরু করে প্রতি সপ্তাহে ৫ গ্রাম
করে বাড়িয়ে ২০-২৫ গ্রাম পর্যন্ত
উঠিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে।
প্রতিটি বয়স্ক কোয়েলের জন্য ১.২৫
থেকে ২.৫ সেমি (১/২ থেকে ১ ইঞ্চি)
খাবার পাত্রের জায়গা দিতে হবে।


পানির পাত্রঃ
 সর্বদাই পরিষ্কার-
পরিচ্ছন্ন পানি সরবরাহ করতে হবে।
প্রতিটি বয়স্ক কোয়েলের জন্য ০.৬
সেমি (১/৪ ইঞ্চি) পানির পাত্রের
জায়গা দিতে হবে। অটোমেটিক বা
স্বাভাবিক যে কোনো রকম পানির
পাত্র ব্যবহার করা যেতে পারে। প্রতি
৫০টি কোয়েলের জন্য একটি পানির
পাত্র দেয়া উচিত। নিপল ড্রিংকার
বা কাপ ড্রিংকারও ব্যবহার করা যায়।
এ ক্ষেত্রে প্রতি ৫টি বয়স্ক কোয়েলের
জন্য ১টি নিপল বা কাপ ড্রিংকার
ব্যবহার করা যেতে পারে।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top