8

অনেকে কোয়েল পালনে আগ্রহী
কিন্তু এটা করতে কি পরিমাণ মূলধন
লাগবে -তা অনেকে জানতে
চেয়েছেন।
আজ এখানে আমি ১০০০ পাখির ব্যয়
নিয়ে আলোচনা করবঃ
এখানে ব্যয়কে ২ ভাবে বিভক্ত করতে
পারি।
১) আবাসন ব্যয়
২) ক্রয় বাবদ ব্যয়
★আবাসন ব্যয়ঃ
১০০০ পাখির লিটার তৈরি তে ১২'x
১২' আকারের সেড লাগবে।
*সেড তৈরির খরচ- আনুমানিক ৩০,০০০/
*খাবার পাত্র ও পানির পাত্র- ২,০০০/
★পাখি ক্রয় বাবদ ব্যয়ঃ
২১ দিন বয়সী বাচ্চা নিলে প্রতি পিস
আনুমানিক ৩০ টাকা ধরে হিসাব
(এখানে বাচ্চার দাম বয়স এবং স্থান
ভেদে কমবেশি হতে পারে) করা হল:
*১০০০x ৩০ =৩০,০০০/
এখানে মোট খরচ =৬২,০০০/ টাকা।
★এবার আসি ১০০০ পাখির দৈনিক
খাবার খরচের হিসাবে।
*১০০০ পাখির প্রতিদিন খাবার খরচ
(প্রথম ১ মাস) = ৮০০/ টাকা
এখন বাচ্চার বয়স হল (২১+৩০)=৫১ দিন। এর
মানে হল আপনি এখন বাচ্চাগুলো
থেকে প্রতিদিনই ডিম পাচ্ছেন! কারন
সাধারণত কোয়েল ৪৫ দিন বয়সেই ডিম
দেয়।
আগামিকাল আবার লাভের হিসাব টা
নিয়ে একটা পোস্ট করব আশা করি।
(বিঃদ্রঃ উপরোক্ত খরচের হিসাব
আপনার এলাকা ভেদে কম বা বেশি
হতে পারে।)

কোয়েল,হাস মুরগি কবুতর ও গরু ছাগলের বিভিন্ন রোগ ও চিকিৎসা সম্পর্কে জানতে নিচের লিংকে ভিজিট করুন

রোগ ও চিকিৎসা সম্পর্কে জানতে Click Here 

Post a Comment

  1. খাবার খরচ কি মাসে ৮০০ টাকা নাকি এর বেশি হয়,?

    ReplyDelete
  2. 1000 পাখির দৈনিক খরচ ৮০০ টাকা। পাখি প্রতি ৮০ পয়সা।

    ReplyDelete
  3. প্রতি কেজি খাদ্যের দাম কত হতে পারে বাজারে,

    আর কত পরবে যদি বাড়িতে তৈরী করি

    জানালে উপকৃত হব

    ReplyDelete
  4. কোয়েল পাখির ডিম কোথায় বিক্রয় করব।

    ReplyDelete
  5. কোয়েল পাখির ডিম কোথায় বিক্রয় করব।

    ReplyDelete
  6. আমাদের গ্রামে কোয়েল পাখির খাবার পাওয়া যাচ্ছে না, তাই আমার প্রশ্ন হলো অন্য কোন খাবার খেতে দেওয়া যাবে কি না ?

    ReplyDelete
  7. dem o purno boyosko ba baccha koyel pakhi bazar jat kora hoy ki vabe doya kore aktu janaben.

    ReplyDelete
    Replies
    1. যোগাযোগ করুন
      বন্ধু কোয়েল ফার্ম
      নারুলী, বগুড়া সদর,
      বগুড়া।
      মোবাইল:০১৭১৭-১৭৫৪৩৬
      বি:দ্র: দেশের যেকোন জেলায় অর্ডারের এক সপ্তাহের মধ্যে পাখি পাঠানো হয়।

      Delete

 
Top